1. [email protected] : Bayezid :
  2. [email protected] : Wins School : Wins School

প্রতিষ্ঠানের ইতিহাস

বিদ্যালয়টি নারায়ণগঞ্জ শহরের মধ্যে সবচেয়ে প্রচীনতম শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা পালন করে চলেছে। ১৮৮৫ সালে অবিভক্ত ভারতে প্রতিষ্ঠিত হয়ে অদ্যাবধি চালু অবস্থায় বিদ্যমান রয়েছে। বাংলাদেশের একটি প্রাচীনতম এবং আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজ। ১৮৮৫ সালে এ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার সময় অর্থাৎ ১৮৮৫ সালে শহরের দক্ষিণাঞ্চলে নিতাইগঞ্জে এ বিদ্যালয়টি প্রতিষ্ঠা হলেও ১৯০৫ সালে পৌরসভার নিজস্ব জায়গায় বর্তমান স্থানে এটি স্থানান্তরিত হয়। ১৮৮৫ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত এ শিক্ষা প্রতিষ্ঠানটি নারায়ণগঞ্জ জেলার শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। ২০১২ খ্রিস্টাব্দে নারায়ণগঞ্জ হাই স্কুল, কলেজ শাখায় উন্নীত হয়। ১৩৮ বছর উত্তীর্ণ এ প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজী সুভাস বসু, শেরে বাংলা এ.কে.এম ফজলুল হক, বহুভাষাবিদ ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ সহ অনেক কীর্তিমান ব্যক্তির পদাচরণা রয়েছে। এ ছাড়াও অনেক শিক্ষার্থী দেশ-বিদেশে কৃতিত্বের সহিত সম্মান বয়ে এনেছে। তাদের মধ্যে করুনাকেতন সেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং পশ্চিম বঙ্গ সরকারের সাবেক মূখ্য সচিব ছিলেন। ভাষা সৈনিক জনাব মোস্তফা মনোয়ার, সাবেক সচিব ডঃ কামাল সিদ্দিকী, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর নূরুল ইসলাম, সাবেক বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল এস.এম জিয়াউর রহমান, শিক্ষাবিদ ডঃ শফিক সিদ্দিকী, বর্তমান মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সহ অনেক মেধাবী শিক্ষার্থীদের নিয়ে এ বিদ্যালয় আজ গর্বিত।

সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩ নারায়নগঞ্জ স্কুল এন্ড কলেজ                                                       Amar School by Amar Uddog Limited